ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় করোনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১১:৩৮, ২১ জুলাই ২০২৫
খুলনায় করোনায় যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুলাই) রাত ৩টা ২০ মিনিটে তিনি মারা যান। দীপ রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। 

আরো পড়ুন:

সোমবার (২২ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. খান আহমেদ বলেন, “করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপ রায়। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়