ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার দাবিতে মানববন্ধনে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২১ জুলাই ২০২৫  
চার দাবিতে মানববন্ধনে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা

মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার পদ্ধতি পুনঃবহাল, বিদ্যালয়ের মাঠ ও অডিটোরিয়াম ব্যবহারে বিধিনিষেধসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর জিলা স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী।

আরো পড়ুন:

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকারি বিদ্যালয়ে পুনরায় ভর্তি পরীক্ষার প্রথা চালু করা, বিদ্যালয়ের মাঠে রাজনৈতিক সমাবেশ ও মেলা আয়োজন নিষিদ্ধ করা, বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাইভেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ এবং একটি সুপরিকল্পিত কালচারাল ও স্পোর্টস ক্লাব গঠন।

এ সময় বক্তারা বলেন, অতীতে এই জেলা স্কুল ছিল বাংলাদেশের মধ্যে স্বনামধন্যের তালিকায় অন্যতম। সে সময় মেধার ভিত্তিতে স্কুলে ভর্তি কার্যক্রম পরিচালিত হত। কিন্তু এখন সেই পদ্ধতি বাতিল করে লটারির মাধ্যমে সরকারের এই অন্যতম প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালিত করা হচ্ছে। এতে মেধাবীরাও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটিকে পড়াশোনার। তাই অবিলম্বে এই লটারি কার্যক্রম বন্ধ করে মেধার ভিত্তিতে ভর্তি কার্যক্রম চালু করতে হবে।

তারা আরো বলেন, বিদ্যালয়ের অবকাঠামো শুধু শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে ব্যবহৃত হওয়া উচিত। রাজনৈতিক বা বাণিজ্যিক কাজে ব্যবহারে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলের এই মাঠে এবং অডিটরিয়ামে প্রতি মাসে নানা সময়ে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফলে স্কুলটিতে পড়াশুনার পরিবেশ বিঘ্নিত হয়। সেটিও বন্ধের দাবি তোলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে জিলা স্কুল চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্থানীয় প্রশাসনের প্রতি এসব দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন অংশগ্রহণকারীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 

স্মারকলিপির বিষয়ে রংপুর জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) পরিমল কুমার সরকার জানান, জেলা প্রশাসকের পক্ষে জিলা স্কুলের শিক্ষার্থীদের একটি স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

ঢাকা/আমিরুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়