ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২৪ জুলাই ২০২৫  
সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ 

দুর্ঘটনা কবলিত অটোরিকশা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সাত যাত্রী গুরুতর আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷ 

আরো পড়ুন:

নিহতরা হলেন, প্রদ্যুৎ চক্রবর্তী(৩৫)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে। অপরজন, দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের দিলে শান্তিগঞ্জ উপজেলার গাগলি এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সঙ্গে দিরাইগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক প্রদ্যুৎ চক্রবর্তী মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত আট যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর শিশু হুমায়রা মারা যায়। অন্য আহতরা চিকিৎসাধীন আছেন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।  
 

ঢাকা/মনোয়ার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়