ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৬ জুলাই ২০২৫  
দিনাজপুরে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

উচ্ছেদকৃত জমিতে বৃক্ষরোপণ করা হয়

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের ৮ একর জমি দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা সরকারী বন সংরক্ষক (এসিএফ) তানভীর ইসলাম নাহিদ। 

এসিএফ তানভীর ইসলাম নাহিদ শনিবার (২৬ জুলাই) দুপুরে জানান, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলার চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বন বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ৮ একর জমি দখলমুক্ত করা হয়। জমিতে বৃক্ষরোপণ শুরু করা হয়েছে। ২০০ শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। 

আরো পড়ুন:

অভিযানে উপস্থিত ছিলেন, যৌথবাহিনী, চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী,  ফারেস্টগার্ড ইয়াসিন আরাফাত প্রমুখ। 

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়