ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিকেলে এনসিপির পদযাত্রা-সমাবেশ, প্রস্তুত ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১৫:৩০, ২৮ জুলাই ২০২৫
বিকেলে এনসিপির পদযাত্রা-সমাবেশ, প্রস্তুত ময়মনসিংহ

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহে পদযাত্রা ও সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

বিকেল ৫টায় ময়মনসিংহ শহরের টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করবে এনসিপি। এর আগে শহরে পদযাত্রা করবে জুলাই ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা নতুন এ রাজনৈতিক দলটি। 

আরো পড়ুন:

এনসিপির সমাবেশ ও পদযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকা আছে সিসি ক্যামেরার আওতায়। 

পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা/মিলন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়