ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন ট্র্যাজেডি: শরীয়তপুরের ২ শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১৮:১৫, ২৯ জুলাই ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি: শরীয়তপুরের ২ শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে প্রথমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি গ্রামে আব্দুল্লাহ ছামীম এবং পরবর্তীতে নারায়ণপুর গ্রামে আয়মানের কবরে শ্রদ্ধা জানান তারা। 

আরো পড়ুন:

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দেন বাহিনীটির উইং কমান্ডার আল-আমিন।

বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, “আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।”

গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম। একই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা যান চর্তুথ শ্রেণির শিক্ষার্থী আয়মান। তাদের দুইজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়