ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৮ জুলাই ২০২৫  
মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনের ওপর প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা সখীপুরের বীরউত্তম সুলতান মাহমুদ বিমান বাহিনীর ঘাঁটি হুমায়রার নামে করার দাবি জানান।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপ‌জেলার হ‌তেয়া কেরা‌নিপাড়া এলাকায় হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান বীরউত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটির উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এ সময় হুমায়রার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে বিমান বাহিনীর কর্মকর্তারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।  

আরো পড়ুন:

মেহনাজ আফরিন হুমায়রা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। একই দুর্ঘটনায় নিহত মির্জাপুরের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরেও বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বিমান বাহিনী সব সময় দেশ ও জনগণের পাশে রয়েছে। তিনি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। 

তিনি আরো জানান, আহতদের সহযোগিতার জন্য বিমান বাহিনী ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।  বিমান বাহিনীর পক্ষ থেকে তিনি নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে মির্জাপুরে নিহত তানভীর আহমেদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করার কথাও জানান তিনি।  

হুমায়রার পরিবারের সদস্য দেলোয়ার হোসেন বলেন, হুমায়রা মেধাবী ছাত্রী ছিল। বড় হয়ে চিকিৎসক হওয়ার কথা ছিল তার। সখীপুরের বিমান ঘাঁটি হুমায়রার নামে করার দাবি জানান তিনি। 


 

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়