ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন ট্র্যাজিডি: সিঙ্গাপুরের প্রতিনিধিদল ঢাকায় 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৩ জুলাই ২০২৫   আপডেট: ১৩:০৪, ২৩ জুলাই ২০২৫
মাইলস্টোন ট্র্যাজিডি: সিঙ্গাপুরের প্রতিনিধিদল ঢাকায় 

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চার সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে। 

বুধবার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টায় তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে তাদের বৈঠক চলছে। 

আরো পড়ুন:

প্রতিনিধিদলে রয়েছেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ড. চোং সি জ্যাক, সিঙ্গাপুর স্বাস্থ্য সেবা বিভাগ সিংহেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও৷ তাদের সঙ্গে সিঙ্গাপুরের দুই চিকিৎসক পুন লাই কুয়ান, লিম ইউ হান জোভান। 

সিঙ্গাপুরের এই বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা রোগীদের উন্নত চিকিৎসায় পরামর্শ দেবেন৷ তাদের সুপারিশ অনুযায়ী চিকিৎসাসেবা ধরণও পরিবর্তন হতে পারে বলে আগেই আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়