ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইলস্টোন ট্র্যাজিডি: আরো ১ জনের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৬ জুলাই ২০২৫  
মাইলস্টোন ট্র্যাজিডি: আরো ১ জনের মৃত্যু

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা (৩৮) নামে দগ্ধ আরো একজন মারা গেছেন। 

শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে এদিন সকাল ৯টা ১০ মিনিটে জারিফ ফারহান (১৩) নামে আরেক শিক্ষার্থী মৃত্যুবরণ করে। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। 

মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্ট্যাফ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন মারা গেছে, তাদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়ে এখনও অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়