চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
রাউজানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে বলা হয়, “আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”
আরো পড়ুন: রাউজানে বিএনপি নেতা গোলাম আকবরের গাড়িবহরে হামলা, আহত ২০
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও।
আজ মঙ্গলবার বিকালে রাউজানের সাত্তারঘাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অনেকে আহত হন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আহত হন গোলাম আকবর খন্দকার। তিনি দাবি করেন, রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে তার গাড়ি বহরে হামলা হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের সঙ্গে গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর দুই নেতার অনুসারীদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়েছে। সর্বশেষ আজ মঙ্গলবার বড় সংঘাতের ঘটনা ঘটে।
ঢাকা/রেজাউল/মাসুদ