ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনির্বাচিত সরকারে দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৩১ জুলাই ২০২৫   আপডেট: ১৯:৩৯, ৩১ জুলাই ২০২৫
অনির্বাচিত সরকারে দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু 

রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‘অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে। তাই ব্যবসায়ীবান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন।’’  

নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের মালিকানার প্রতিনিধিত্ব ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি নেতা এ সব কথা বলেন। 

‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ নিয়ে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘স্বৈরাচার হাসিনা পলায়নের পর দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। মানুষের মনে জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। তাই আর প্রতিশ্রুতি শুনতে চায় না, মানুষ চায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নের নতুন বাংলাদেশ।’’ আগামী নির্বাচনের আগেই সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তার দল পরিকল্পনা করছে বলে জানান তিনি।

আমীর খসরু আরো বলেন, ‘‘আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী স্বৈরাচারের ন্যায় অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে দেশ পরিচালনা করতে পারবে না। অর্থনীতি ও রাজনীতি একসঙ্গে চলতে হবে।’’ বিএনপি প্রতিটি নাগরিককে অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বলেও জানান তিনি। এ সময় উত্তরাঞ্চলে প্রযুক্তিখাত তৈরি করে লাখো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মতবিনিময়ে পঞ্চগড়ের চা শিল্প, ঠাকুরগাঁও-লালমনিরহাটের বিমানবন্দর, ভারি শিল্প সুগার মিল, কৃষি, শিক্ষাসহ উত্তরের নানা সম্ভাবনাময় খাতগুলো উঠে আসে মতবিনিময়ে। একইসঙ্গে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘‘শস্য ভাণ্ডার খ্যাত রংপুর অঞ্চলের সম্ভাবনা নিয়ে বরাবরই বৈষম্য করা হয়েছে। এবারে সেই বৈষম্যের বেড়াজাল ভেদ করে কাঙ্ক্ষিত উন্নয়নের বদ্ধপরিকর আমরা।’’ বিগত সরকরের আমলে এই অঞ্চলে বৈষম্যযুক্ত বাজেট খাতগুলো নিয়ে কঠোর সমালোচনা করেন দুলু। একইসঙ্গে আগামী দিনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ‌রংপুর জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনসহ বিভাগের আট জেলার চেম্বার নেতারা। 
 

ঢাকা/আমিরুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়