ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২ আগস্ট ২০২৫  
কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎপৃষ্টে জোসনা খাতুন (৫৫) ও তার ছেলে বিপ্লব সরদার (৩৫) মারা গেছেন।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব  পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে মাঠে যান। কাজ শেষে বিকেলে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশেই তাদের মুরগির ফার্ম রয়েছে।

পাওয়ার টিলার নিয়ে সেখান দিয়ে আসার সময় মুরগির ফার্মের বিদ্যুতের তার ছিড়ে পাওয়ার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এসময় বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিপ্লব চিৎকার শুনে তার মা জোসনা খাতুন ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এসময় তিনিও বিদ্যুৎপৃষ্টে হন। বাড়ির লোকজন পরে মা-ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক মা-ছেলে দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার বলেন, “মুরগির ফার্মে ব্যবহৃত বিদ্যুতের তার ছিড়ে ছেলে ও মা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়