চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে মহানগরীর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন সৌরভ (৩৫)। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
এ ঘটনায় ভুক্তভোগীর মা আনোয়ারা সুলতানা গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা-সিএনজি থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা চাঁদা উত্তোলন করা হয় বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে যায় সৌরভ। এ সময় চাঁদাবাজ রক্তিম, সৌরভ, ফরিদসহ অন্তত ১৫ জন তার ওপর হামলা চালায়।
সৌরভকে খুন করার উদ্দেশে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় তার দুটি মোবাইল ও নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব