ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নওগাঁয় ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

নওগাঁ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৫৩, ৮ আগস্ট ২০২৫
নওগাঁয় ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

নওগাঁর ধামইরহাট ও সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৮ আগস্ট) ভোরে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই ১৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানিয়েছেন, ধামইরহাট উপজেলার কালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৭১/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতআনা গ্রামের একটি আমবাগান থেকে বিএসএফের ঠেলে চার যুবক, সাত নারী ও তিন শিশুকে আটক করে বিজিবি। অন্যদিকে, সাপাহারের বামুন পাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও দুই নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। সকালে বিজিবি তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/সাজু/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়