ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে চেঙ্গী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৮ আগস্ট ২০২৫  
খাগড়াছড়িতে চেঙ্গী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

চেঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

খাগড়াছড়িতে কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় জেলার মহালছড়ির চেঙ্গী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুটি ইউনিয়নের ২০০টির বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি গ্রামগুলোর মধ্যে রয়েছে, সিলেটি পাড়া, চিটাংগাপাড়া, ব্রিজ পাড়া ও কাপ্তাই পাড়া।

মহালছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, উপজেলার চার গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে ঐসব এলাকার বহু পরিবার পানিবন্দি।

এদিকে, শুক্রবার (৮ আগস্ট) সকালে চিটাগাংপাড়া ও সিলেটিপাড়ায় পানিবন্দি পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বন্যার্ত অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়। 

এসময় সেনাবাহিনীর মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ ও মেজর মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

ঢাকা/রূপায়ন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়