সড়কের পাশে সন্তান জন্ম দিলেন নারী, হাসপাতালে নিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড়ে সড়কের পাশে শুক্রবার সকালে সন্তান জন্ম দেন মানসিক ভারসাম্যহীন এক নারী
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান জন্ম দিয়েছেন। নগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। নগরীর দেওয়ানহাট মোড়ে ঘটনাস্থলের কাছে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এক ট্রাফিক কনস্টেবল আমার কাছে এসে জানান, রাস্তার পাশে এক নারী সন্তান প্রসব করেছেন। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। দেখতে পাই, মানসিক ভারসাম্যহীন নারী ও সদ্য জন্ম নেওয়া শিশু রাস্তায় পড়ে আছে।”
সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, “তাৎক্ষণিক রাস্তায় চলাচলকারী কয়েকজন নারীর সহায়তা নিয়ে মা ও সন্তানকে কাপড় দিয়ে আড়াল করা হয়। ওয়াকিটকির মাধ্যমে দ্রুত কল করা হয় অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছালে মা ও নবজাতককে পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়ার পর মা ও নবজাতক দুইজনই সুস্থ আছেন বলে জানা গেছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ