ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বোয়ালমারীতে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৭

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ৮ আগস্ট ২০২৫  
বোয়ালমারীতে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৭

ফাইল ফটো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়কে পাট শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে ঘটনাটি ঘটে। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিক করেছেন।

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজিদাদপুর গ্রামের নিতিশ কুমার বালা ও জগদীশ কুমার বিশ্বাসের মধ্যে বাড়ির সামনের রাস্তা সংলগ্ন জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়। সম্প্রতি সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো হয়।

আজ শুক্রবার সকালে জগদীশ বিশ্বাসের পক্ষের লোকজন সড়কে পাট শুকাতে গেলে নিতিশ বালার পক্ষের লোকজন তাদের বাধা দেয়। পাট শুকানোর বাঁশ সরানো নিয়ে তাদের মধ্যে শুরু হওয়া কথা কাটাকাটি পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। 

সংঘর্ষে আহতদের মধ্যে বিশ্বাস পক্ষের জগদীশ বিশ্বাস (৬০), জয়ন্ত বিশ্বাস (২৬), অপূর্ব বিশ্বাস (৩৫) এবং বালা পক্ষের শিবু বালা (৬০), রতন বালা (৪০) ও সুজন সরকার (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইতি বিশ্বাস (৫২), সুশান্ত বিশ্বাস (৩০), রবিন বিশ্বাস (৫০), সমীর বিশ্বাস (৪০), শুক্লা বিশ্বাসসহ (৩৩) অন্য আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত উত্তম সরকারকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শেখর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) বলেন, “ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি। সংঘর্ষ থামার পর টহল পুলিশ মাঝপথ থেকে ফিরে গেছে। এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, “সংঘর্ষে আহত ১৭ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়