মাগুরায় টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরা সদর উপজেলায় টাকা চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (১০ আগস্ট) উপজেলার আলাইপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম সজল মোল্লা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আলাইপুর গ্রামের শরিয়ত মোল্লার সঙ্গে একই গ্রামের আলতাফ হোসেনের বিরোধ চলছিল। রবিবার সকালে আলতাফ হোসেনের বাড়ি থেকে ৭ হাজার টাকা হারিয়ে যায়। সন্ধ্যায় চোর সন্দেহে শরিয়ত মোল্লার ছেলে সজল হোসেনকে ধরে আলাইপুর স্কুল মাঠে নিয়ে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
আহত অবস্থায় সজলকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সজল মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে পুলিশ।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওসমান গনি বলেন, “আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এক যুবককে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “আলাইপুর স্কুল মাঠে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে রয়েছে।”
ঢাকা/শাহীন/মাসুদ