ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৩৩, ১৬ আগস্ট ২০২৫
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আগামী নির্বাচন চলাকালে বিরোধী প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবে কিনা, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একইসঙ্গে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার প্রস্তুতিও এখনও তৈরি হয়নি বলে দাবি করেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে এবং প্রশাসন সিরিয়াস হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে এ ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। তবে যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো ঝুলে না রেখে দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ভারতের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, “তিস্তা ইস্যুতে আর প্রতিবেশী দেশকে বিশ্বাস করা যাচ্ছে না। তাই স্বল্পসুদে চীনের সহযোগিতায় পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরো বলেন, “উত্তরাঞ্চল কৃষিপ্রধান এলাকা হলেও এখানে শিল্পকারখানা গড়ে তোলার মতো কোনো বড় বিনিয়োগ এখনো দেখা যায়নি, যা হতাশাজনক। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক ভূমিকা রাখতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশংসনীয় কাজের উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার ও পুলিশ প্রশাসনকে সক্রিয়করণ এখনো দৃশ্যমান নয়। এর ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।”

মতবিনিময় সভায় এবি পার্টির রংপুর অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়