শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
শরীয়তপুরে একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিন নলি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের ইমরান বেপারীর বাড়িতে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া রবিন নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের দুলুখন্ড এলাকার মৃত কাশেম নলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ইমরান বেপারীর বাড়ির টিনের চাল পরিবর্তনের কাজ চলছিল। এসময় রবিন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাবিরুল নাহার জানান, হাসপাতালে আনার আগেই যুবক মারা যান। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/সাইফুল/মাসুদ