ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২১ আগস্ট ২০২৫  
অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

যশোর অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ হত্যার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত ভ্যান ও ব্যাটারি জব্দ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম গ্রেপ্তারের তথ্য জানান।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নূরবাগ এলাকা থেকে বিল্লালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যানচালক লিমনকে হত্যা ও ভ্যান ছিনতাইয়ের কথা স্বীকার করেন তিনি।”

গ্রেপ্তার বিল্লাল উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের বুনোরবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে।

ওসি মো. আব্দুল আলীম বলেন, “বিদেশে যাওয়ার জন্য টাকা জোগাড় করতে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করেন আসামি বিল্লাল। ঘটনার দিন সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে নূরবাগ এলাকা থেকে ২০০ টাকায় লিমনের ভ্যান ভাড়া করেন তিনি। এরপর ভৈরব সেতু পার হয়ে শংকরপাশা গ্রামে নাসির ফারাজীর বাগানের কাছে পৌঁছলে লিমনকে মারপিট শুরু করেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে ভ্যানটি নিয়ে তিনি পালিয়ে যান তিনি।”

তিনি আরো বলেন, “চারটি ব্যাটারি খোলার পর নিজ বসতঘরের মেঝে খুঁড়ে ভ্যানটি মাটিচাপা দিয়ে রাখেন বিল্লাল। এরপর ব্যাটারিগুলো উপজেলার চাকই বাজারের ভাঙারি ব্যবসায়ী লিটনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেন। পরে একটি ব্যাটারি খুলনার ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের সঞ্জয় নামে এক যুবকের কাছে বিক্রি করেন তিনি।”

ওসি বলেন, “তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যাটারি ও ভ্যান উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। আসামি বিল্লালকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

ঢাকা/প্রিয়ব্রত/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়