ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফটিকছড়িতে টিসিবির ১০২০ লিটার সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:০৮, ২৫ আগস্ট ২০২৫
ফটিকছড়িতে টিসিবির ১০২০ লিটার সয়াবিন তেলসহ ব্যবসায়ী আটক

টিসিবির তেল মজুতের অভিযোগে আটক ইকবাল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১,০২০ লিটার সয়াবিন তেলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটক ব্যবসায়ীর নাম ইকবাল (৪০)।

আরো পড়ুন:

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নানুপুর বাজারের একজন ব্যবসায়ী টিসিবির পণ্য অবৈধভাবে মজুত  করেছেন। সকাল ৯টার মধ্যেই এসব তেল তিনি বিভিন্ন জায়গায় সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানুপুর বাজারের কাঁচাবাজার সংলগ্ন কামাল স্টোর থেকে ১,০২০ লিটার সয়াবিন তেল জব্দ হয় এবং ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।”

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী এবং নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়