ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে ট্রলার ডুবি

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৩৭, ২৫ আগস্ট ২০২৫
আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে ট্রলার ডুবি

ফাইল ফটো

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফ নদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি ট্রলার ডুবে গেছে। এর সাত জেলে সাঁতরে তীরে আসতে পেরেছে। 

সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় শাহপরীর দ্বীপের বদরমোকামের গরা এলাকায় ট্রলার ডুবে যায় বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। ডুবে যাওয়া ট্রলারের জেলে সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝিকে উদ্ধার করা হয়েছে।  

আরো পড়ুন:

ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, “বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। এতে কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সামগ্রী ভেসে গেছে। ট্রলারে থাকা সাত জন জেলে কূলে ফিরে আসতে সক্ষম হলেও ট্রলার ডুবে যায়।’’ 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “আরাকান আর্মির ধাওয়ায় এবারও মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।”

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রলারসহ সাত জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। টেকনাফের কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, গত ২০ দিনে ৩৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গত ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়