ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ১১:৩৫, ২৭ আগস্ট ২০২৫
নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের পল্টন পুকুর (মরাফেলা) গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়ারা হলেন- একই গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বিবি (৪২) ও তার মেয়ে আয়েশা (২১)।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, বাড়ির আঙিনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া ছিল। আজ ভোরে চার্জের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে যান হাওয়া বিবি। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে তাকে বাঁচতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ‍‍গতকাল মঙ্গলবার রাতে বাড়ির আঙিনায় রিকশা চার্জে দিয়ে ঘুমাতে যান আলম। আজ সকালে তার ছেলের বউ দেখতে পান, শাশুড়ি ও ননদ বিদ্যুৎপৃষ্ট হয়ে চার্জার গাড়ির পাশে পড়ে আছেন।

তিনি আরো জানান, গাড়িটি সম্ভবত আগেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। রিকশায় হাত দিতেই মা-মেয়ে দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। থানায় অপমৃত্য (ইউডি) মামলা হয়েছে।

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়