কোনো শক্তি নেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর: দুদু
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘‘আগামী ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন হবেই। কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকানোর। বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে।’’
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হল চত্বরে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘‘তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমানই দেশের চাকা ঘোরাতে এবং উন্নত দেশে নিয়ে যেতে পারেন। আমাদের একতাবদ্ধ এবং ওয়াদাবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বিএনপিকে ক্ষমতায় না আনতে পারছি, ঢিলা দেওয়া চলবে না।’’
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বক্তৃতা করেন জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, নগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, শহীদ সাকিব রায়হানের বাবা আজিজুর রহমান, গণঅধিকার খুলনা মহানগরীর আহ্বায়ক বেলাল হোসেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, বেগম রেহানা ঈসা, তাছলিমা খাতুন ছন্দা, যুবদল নেতা ইবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান রুনু, জাসাস নেতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
সমাবেশ পরবর্তী শোভাযাত্রা কর্মসূচি থাকলেও জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে সেটি বাতিল করা হয়।
ঢাকা/নুরুজ্জামান/বকুল