শরীয়তপুরের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিশু দুটির মৃত্যুর সংবাদে স্থানীয়রা তাদের বাড়িতে ভিড় করেন।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একটি আশ্রয়ণ প্রকল্পের দুই শিশুর মৃত্যু হয়েছে। এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সখীপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এমন ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। মৃত ইমন হোসেন (৫) মাদবরকান্দি এলাকায় বাদল সরকারের এবং তাওহিদ (৫) একই এলাকার শাহ-আলম বেপারির ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন ও তাওহিদ পরিবারের সঙ্গে মাদবরকান্দি এলাকার সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাস করত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইমন, তাওহিদ ও জান্নাত নামে তিন শিশু আশ্রয়ন প্রকল্পের পাশের পুকুরে পড়ে যায়। তাদের দেখতে না পেলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে ভাসমান অবস্থায় ইমন ও তাওহিদের মরদেহ উদ্ধার করে। জান্নাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, গ্রামবাসী পুকুর থেকে তিন শিশুকে উদ্ধার করে। তাদের মধ্যে দুজন ততক্ষণে আর বেঁচে ছিল না। জান্নাতকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/আকাশ/বকুল