ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাট থেকে ১৬ রুটে বাস চলাচল বন্ধ, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাট থেকে ১৬ রুটে বাস চলাচল বন্ধ, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা নির্বাচন অফিসের ফটকে তালা ঝুলতে দেখা গেছে। হরতাল সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) ও জজ কোর্টের ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

হরতালে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা অংশ নেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

আরো পড়ুন:

এদিকে, আজ সকাল থেকে জেলার ১৬টি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সীমিত আকারে ইজিবাইক, রিকশা ও ভ্যান চলতে দেখা গেছে। এসব যানে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

বাগেরহাট যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল হাসান বলেন, “নির্বাচন কমিশনের সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। তাই শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সব সরকারি অফিস অবরোধ করেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছেন।”

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশনের  সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে হরতাল করা হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষার আন্দোলনেই আমরা এই কর্মসূচি দিয়েছি।”

ঢাকা/শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়