হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিন রিমান্ডে
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হত্যা মামলায় মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজী (৩৫) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান রিমান্ড মঞ্জুর করার তথ্য জানিয়েছেন।
গত ২২ জুন দিনগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত বছর জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুল ফরাজীসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় বিপ্লবকে আসামি করা হয়।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা/রতন/বকুল