ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, জলকামান দিয়ে সরাল পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫  
নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, জলকামান দিয়ে সরাল পুলিশ

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ পোশাক কারখানা চালু করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকেরা। পরে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ পোশাক কারখানা চালু করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকেরা। পরে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের পোশাক কারখানা সংলগ্ন বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কে এ বিক্ষোভ হয়। সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা একই সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেয়।

আরো পড়ুন:

শ্রমিকেরা জানান, গত আগস্ট মাসের বেতন চলতি মাসের ৭ তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরে ৯ সেপ্টেম্বর শ্রমিকদের জানানো হয়, ২২ তারিখে বেতন পরিশোধ করা হবে। তবে কারখানার ফটকে ২৫ তারিখে বেতন দেওয়ার নতুন নোটিশ টানানো হয়। ১৩ সেপ্টেম্বর রাতে ফটকে নতুন নোটিশে জানানো হয়, ২২ সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। ওই রাতেই শ্রমিকেরা কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) নতুন নোটিশে কারখানা আরো তিন দিন বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শ্রমিকেরা জানতে পারেন, প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

কারখানা বন্ধ ঘোষণার পর আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানা সংলগ্ন আবদুল্লাহপুর–বাইপাইল সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক ছাড়তে রাজি করায়। তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা আবারো সড়ক অবরোধ করলে পুলিশ ব্যর্থ হয়ে একপর্যায়ে জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের সরিয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নাসা গ্রুপের এক শ্রমিক বলেন, ‘‘বকেয়া বেতন পরিশোধের তারিখ বারবার পিছিয়েছে কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে আমরা ক্ষুব্ধ হয়ে সড়কে নামি। তখন পুলিশ পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।’’ 

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘‘শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হলেও তারা সড়কেই অবস্থান নেয়। একপর্যায়ে জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’’

ঢাকা/সাব্বির/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়