ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গজারিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ড্রেজার শ্রমিকের

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
গজারিয়ায় বজ্রপাতে প্রাণ গেল ড্রেজার শ্রমিকের

মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে রবি আউয়াল (৪০) নামের এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত রবি আউয়াল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একরামপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে ড্রেজার মেশিন দিয়ে একটি বালুবাহী বাল্কহেট থেকে বালু আনলোডের কাজ করছিলেন রবি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন।”

ঢাকা/রতন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়