কোটালীপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:০৩, ১ অক্টোবর ২০২৫
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে মারা যান তিনি। মারা যাওয়া সমীর একই গ্রামের সাধান বাড়ৈর ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সমীর আজ সকালে বাড়ির পাশের বিলে ভেসালে উঠে মাছ মাছ ধরছিলেন। এসময় বৃষ্টি হচ্ছিল। বজ্রপাত হলে ভেসালের ওপরেই জ্ঞান হারান তিন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সমীরকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/বাদল/মাসুদ