ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেউ সম্প্রীতির বন্ধন নস্যাৎ করতে পারবে না: ডিআইজি আমিনুল

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১ অক্টোবর ২০২৫  
কেউ সম্প্রীতির বন্ধন নস্যাৎ করতে পারবে না: ডিআইজি আমিনুল

আমাদের সম্প্রীতির বন্ধনকে কেউ নস্যাত করতে পারবে না বলে মন্তব্য করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। 

বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ডিআইজি আমিনুল ইসলাম।

আরো পড়ুন:

দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দির পরিদর্শনে গিয়ে সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সনাতন, মুসলিমসহ সব ধর্মের মানুষ এ দেশে যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। অতীতে যারা এই সম্প্রীতি ভাঙতে চেয়েছে, তারা হতাশ হয়েছে। বাংলাদেশের মানুষ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, এই বন্ধন অটুট থাকবে, কেউ তা ভাঙতে পারবে না।”

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলক প্রমুখ।

ঢাকা/মঈনুদ্দীন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়