ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৪৭, ৭ অক্টোবর ২০২৫
যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

যশোরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলায় আজ মঙ্গবার (৭ অক্টোবর) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

নিহত শিশুরা হলো, সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে  মুজাহিদ (৭), তার খালাত ভাই একই উপজেলার রসুলপুর গ্রামের জীবনের ছেলে  আপন (৮) এবং চুরামনকাঠি ইসলামপুর গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, মুজাহিদ ও আপন মায়ের সঙ্গে নানার বাড়িতে একটি অনুষ্ঠানে অংশ নিতে যায়। অনুষ্ঠান চলাকালে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, যশোর সদর উপজেলার চুরামনকাঠি দোগাছিয়া গ্রামে পানিতে ডুবে তাওহীদ হাসানের (৫) মৃত্যু হয়েছে। নিহত তাওহীদ উপজেলার চুরামনকাঠি ইসলামপুর গ্রামের বিপুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাওহীদ দোগাছিয়া গ্রামে নানাবাড়ির খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা/রিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়