ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্তন্যপান করানোর সময় মোবাইল ব্যবহারে শিশুর তিন ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:০০, ১৭ জানুয়ারি ২০২৬
স্তন্যপান করানোর সময় মোবাইল ব্যবহারে শিশুর তিন ক্ষতি

ছবি: সংগৃহীত

বর্তমান অনেক মা স্তন্যপান করানোর সময় মোবাইল হাতে নেন এবং সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন। চিকিৎসকরা একে ‘ব্রেক্সটিং’ বলে উল্লেখ করছেন। স্তন্যপান করানোর সময় মোবাইল ব্যবহার মা-শিশুর মানসিক সংযোগের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে চিকিৎসকেরা মনে করেন। এ ছাড়াও নানা ক্ষতিকর দিক রয়েছে।

হরমোনের ক্ষরণ কমে যায়
স্তন্যপানের সময় মায়ের শরীরে অক্সিটোসিন  মে হরমোন নিঃসৃত হয়, যা দুধ উৎপাদনে সাহায্য করে। মোবাইলে মনোযোগ দিলে এই হরমোনের নিঃসরণ কমে যেতে পারে, ফলে স্তন্যদুগ্ধের পরিমাণ কমে যেতে পারে। 

আরো পড়ুন:

ইমোশনাল বন্ডিং কমে যায়
যখন শিশু দুধ পান করে তখন সে স্বাভাবিকভাবেই মায়ের চোখের দিকে তাকায়। ওই সময় মা-শিশুর মধ্যে অদৃশ্য সম্পর্ক তৈরি হয়। মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এই ‘নন-ভার্বাল কমিউনিকেশন’—বা মানসিক সংযোগ—সঠিকভাবে গড়ে ওঠে না। 

শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যহত হয়
মোবাইল ফোন থেকে ক্ষুদ্র পরিমাণ রেডিয়েশন নির্গত হয় এবং চিকিৎসক মনে করেন, স্তন্যপান করানোর সময় মা মোবাইল ব্যবহার করলে নবজাতকের মস্তিষ্কের বিকাশ ব্যহত হতে পারে। 

সুতরাং শিশুকে স্তন্যপান করানোর সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। 

সূত্র: বেবি ম্যাগাজিন অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়