চাঁদপুরে চাল বিতরণে অনিয়ম করায় ইউপি চেয়ারম্যান-সদস্য বরখাস্ত
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাল বিতরণে অনিয়ম করায় চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান-১) খলিল মিজিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহসীন উদ্দিন।
জানা যায়, অভিযুক্তরা ভিজিএফ চাল জনপ্রতি ৮০ কেজির স্থলে ৭০ কেজি করে বিতরণ করেন বলে অভিযোগ ওঠে। সরেজমিনে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক প্রয়োজনী ব্যাবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখায় পত্র প্রেরণ করেন। পরে গত ২৯ সেপ্টেম্বর উপ-সচিব মো. নূরে আলমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের সামায়িকভাবে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতার প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান-১) খলিল মিজিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহসীন উদ্দিন বলেন, “যেখানেই ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
তবে বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও সদস্যের মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/অমরেশ/মেহেদী