ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘর থেকে গ্রেনেড উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৮ অক্টোবর ২০২৫  
খাগড়াছড়িতে নির্মাণাধীন দোকানঘর থেকে গ্রেনেড উদ্ধার

খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর বাজারের দক্ষিণ পাশে একটি নির্মাণাধীন দোকানঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন:

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানঘরের ভেতরে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে দেখেন গ্রেনেডের মতো। পরে বিষয়টি তিনি ফোন করে সদর থানায় জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত কাঁদানে গ্যাসের গ্রেনেড হতে পারে। তবে, এ ধরনের গ্রেনেড খাগড়াছড়ি জেলার পুলিশ ব্যবহার করে না। গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে। গ্রেনেডটি কোথা থেকে এল বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’’

ঢাকা/রূপায়ন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়