ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ১২ অক্টোবর ২০২৫
নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহগামী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ জেলা বাস-মোটরযান শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করায় শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে নেত্রকোণা থেকে ঢাকার দূরপাল্লা এবং নেত্রকোণা থেকে ময়মনসিংহ রুটে স্বল্পপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে শ্রমিকদের সঙ্গে এনসিপি নেতাদের সংঘর্ষ ও হুমকি-ধমকির ঘটনার পর থেকে ময়মনসিংহ জেলা বাস-মোটরযান শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি, অবরোধ ও অবস্থান কর্মসূচি শুরু করে।

আরো পড়ুন:

বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না চলায় অনেকে বাধ্য হয়ে মাইক্রোবাস, পিকআপ কিংবা ট্রাকযোগে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এতে একদিকে যেমন যাত্রীদের জীবনের ঝুঁকি বাড়ছে, তেমনি অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।

যাত্রীরা বলেন, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের নানা গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। কেউ চিকিৎসার জন্য, কেউবা পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু বাস না চলায় বিপাকে পড়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও জেলা পরিবহন মালিক-শ্রমিক নেতাদের মধ্যে আলোচনা চলছে। তবে শ্রমিক নেতাদের দাবি, “ময়মনসিংহে শ্রমিকদের ওপর যারা হামলা করেছে, তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ঢাকা/ইবাদ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়