ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামী ও সৎ ছেলের মারধরে নারীর মৃত্যুর অভিযোগ, আটক ১

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৫২, ১৩ অক্টোবর ২০২৫
স্বামী ও সৎ ছেলের মারধরে নারীর মৃত্যুর অভিযোগ, আটক ১

ফাইল ফটো

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎ ছেলের মারধরে শোভা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফখরুল শেখকে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) দিবাগত রা‌তে গোপালগঞ্জ পৌর এলাকার ফ‌কিরকা‌ন্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শোভা বেগম ওই গ্রামের বালাম শেখের স্ত্রী।

আরো পড়ুন:

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সা‌জেদুর রহমান বলেন, ‘‘গত রাতে পারিবারিক কলহের জেরে স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শে‌খ শোভা বেগমকে ব্যাপক মারপিট করেন। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হ‌য়ে‌ছে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়