কুড়িগ্রামের চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সীমান্তবর্তী রলাকাটার চর নামক এলাকা থেকে ১ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা ও ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
জব্দ করা জিরা ও মদের আনুমানিক মূল্য ২০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দইখাওয়ার চর বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভিতরে রলাকাটা নামক স্থান থেকে চোরাকারবারীর মাধ্যমে আনা ভারতীয় ১ হাজার ৯৫০ কেজি জিরা ও ৮৯ বোতল মদ উদ্ধার করে।
এর আগে, সোর্সের মাধ্যমে দইখাওয়ার চর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৪২ এর সাব পিলার ২ এর কাছ দিয়ে ভারত থেকে অবৈধ মালের চালান আসার খবর পায় বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, চোরাচালানীর মাধ্যমে ভারত থেকে অবৈধ মালামাল আসার খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় জিরা ও মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের তালিকা করার পর যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা/সৈকত/মেহেদী