ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক বিক্রির প্রতিবাদ করায় ট্রাকচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:২৯, ২০ অক্টোবর ২০২৫
মাদক বিক্রির প্রতিবাদ করায় ট্রাকচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দ্বীন ইসলাম ডালিম

কুমিল্লার দাউদকান্দিতে মাদক বিক্রির প্রতিবাদ করায় ট্রাকচালক আলামিন মিয়াকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দ্বীন ইসলাম ডালিমকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রবিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার বনানী থানাধীন কাকলী এলাকা থেকে তাকে আটক করা হয়। ডালিমের বাড়ি দাউদকান্দি উপজেলার পূর্ব হাউষদি গ্রামের পাঁচগাছিয়া এলাকায়।

আরো পড়ুন:

সোমবার (২০ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর শাকতলায় র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, গত ৯ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব হাউষদি গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় আলামিন মিয়াকে (৩৫) হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দ্বীন ইসলাম ডালিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আলামিন মিয়া মাদক বিক্রির প্রতিবাদ করায় ডালিমের সঙ্গে তার বিরোধ হয়। এর জের ধরেই আলামিনকে হত্যা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, ৯ অক্টোবর সকালে পূর্ব হাউষদি গ্রামে আল মদিনা মসজিদের সামনে ডালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আলামিনের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি মারধর করে আলামিনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আলামিনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের স্ত্রী দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকারীরা এলাকায় থেকে পালিয়েছে।

পরে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে কাকলীতে অভিযান চালিয়ে ডালিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। তাকে দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়