ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২৫ অক্টোবর ২০২৫  
মুন্সীগঞ্জে ৬২৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬২৬ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড পাগলা স্টেশন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংলগ্ন ডিঙ্গাভাঙ্গাসহ বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

অভিযান চলাকালে ছয়টি গোডাউন ও ছয়টি জাল তৈরির কারখানা তল্লাশি করে প্রায় ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা বলে জানায় কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ জাল নিধনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।”

অভিযানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম, মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো. আতিউরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রকাশ্যে নদীর পাড়ে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ঢাকা/রতন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়