ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২৫ অক্টোবর ২০২৫  
বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালী জেলায় আরো দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। শনিবার সকালের আগের ২৪ ঘণ্টায় তারা মারা যান।

আরো পড়ুন:

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “নতুন মৃত্যু নিয়ে চলতি বছর বিভাগে মোট ৪০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরগুনা জেলায় ১৫ জন।  গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৯ জন।”

মৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার নয়াকাটা এলাকার বাসিন্দা মুনসুর (৪০) এবং পটুয়াখালী সদরের জমুরা গ্রামের বাসিন্দা হিমেল (১৮)। এদের মধ্যে মুনসুর বরগুনা জেনারেল হাসপাতালে এবং হিমেল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৭১ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪১২ জন। চলতি বছর মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে ১৫ জন বরগুনা জেলার বাসিন্দা।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পটুয়াখালী জেলার সরকারি হাসপাতালে দুইজন, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২২ জন মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।”

ঢাকা/পলাশ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়