এনসিপি নেতা মাহবুব
পদত্যাগ করলে নির্বাচন করতে পারেন উপদেষ্টা মাহফুজ
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জনতার উঠান বৈঠক ও সমন্বয় সভায় গতকাল শনিবার বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম
অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে জনতার উঠান বৈঠক ও সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। এনসিপি রামগঞ্জ উপজেলা লামচর ইউনয়িনের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুব আলম বলেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এখনো সরকারের অংশ। উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন, তাহলে এনসিপি এবং রামগঞ্জের মানুষ আশা করছে, তিনি এ আসন থেকে নির্বাচন করবেন। উনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন। তিনি রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন। সবার প্রত্যাশিত রামগঞ্জ, তিনি মানুষের সহযোগীতায় উপহার দিতে পারবেন।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, মাঈন উদ্দিন, মাসুম বিল্লাহ প্রমুখ। পরে মাহবুব আলম পানপাড়া বাজারে নতুন বাংলাদেশের ইশতেহারের লিফলেট বিতরণ করেন।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ