ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলমাকান্দায় ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৩৬, ২৯ অক্টোবর ২০২৫
কলমাকান্দায় ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের গলাছড়া এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির খারনৈ বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। তারা সীমান্ত পিলার ১১৭৭/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে গলাছড়া এলাকায় পড়ে থাকা ৩৯ বোতল ভারতীয় ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের মদ জব্দ করেন।  তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ে হস্তান্তর করা হবে। 

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়