ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামপালে নদীভাঙন রোধ ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ২৯ অক্টোবর ২০২৫  
রামপালে নদীভাঙন রোধ ও নিরাপদ পানির দাবিতে গণশুনানি

বাগেরহাটের রামপাল উপজেলায় নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে গণশুনানিতে সরকারি কর্মকর্তা, রাজনীতিক, সাধারণ মানুষ অংশ নেন।

‘ভাত নয়, বেড়িবাঁধ চাই’— স্লোগান সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলায় নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে গণশুনানি হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি মানব উন্নয়ন সংস্থা ‘বাঁধনের’ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ গণশুনানির আয়োজন করা হয়।

আরো পড়ুন:

গণশুনানিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর শেখ আবদুল ওয়াদুদ, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ‘‘ঘষিয়াখালী চ্যানেল ও পার্শ্ববর্তী নদীগুলোর ভাঙনে রোমজাইপুরসহ আশপাশের শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানালেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’’ 

তারা আরো বলেন, ‘‘নদীভাঙনের পাশাপাশি লবণাক্ততা ও দূষণের কারণে এলাকাজুড়ে নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টিউবওয়েল ও পুকুরের পানি লবণাক্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন।’’

গণশুনানিতে বক্তারা দ্রুত নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির নিশ্চয়তা এবং ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

তারা বলেন, ‘‘রামপাল ও আশপাশের এলাকা উপকূলীয় দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। এখানকার মানুষকে টেকসই সুরক্ষা না দিলে একদিকে পরিবেশ বিপর্যয়, অন্যদিকে মানবিক সংকট আরো গভীর হবে।’’
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়