ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার সেই বাড়িতে মিলল আরো ৩৯ ককটেল

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ৪ নভেম্বর ২০২৫  
বগুড়ার সেই বাড়িতে মিলল আরো ৩৯ ককটেল

বগুড়ার গাবতলীর নশিপুরের এক বাড়ি থেকে ৩৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে সবগুলো ককটেল ধ্বংস করেছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এর আগে গত রবিবার ওই বাড়ি থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছিল।

গত রবিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামের ওই বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে আহত হন আতাউর রহমান সেলিম নামের এক ব্যক্তি। তিনি কুমিল্লার বাসিন্দা। বিস্ফোরণের পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি ককটেল উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করে।

আতাউর রহমান সেলিম পুলিশি হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় বাদশার নেতৃত্বে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা ওই বাড়িতে ককটেল তৈরি করছিল। প্রথম দিনের অভিযানে আলোকস্বল্পতার কারণে সব ককটেল উদ্ধার করা সম্ভব হয়নি। দুই দিন পর সেখানে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আরো ৩৯টি ককটেল উদ্ধারের পরপর বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো ধ্বংস করেছে। 

তিনি আরো জানান, ককটেল উদ্ধারের ঘটনায় রবিবার রাতেই পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরো আটজনকে। 

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়