আমরা অন্য দলে আত্মগোপন করে গুপ্ত দল করিনি: আহমেদ আযম খান
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘‘আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, রাজপথে থেকেছি। অন্য কোনো দলে আত্মগোপন করে গুপ্ত দল করিনি।’’
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘‘৫ আগস্ট অভ্যুত্থানের পর আমার নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশকে আমরা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চাই। কিন্তু, গত ১৪ মাস দেখেছি—বাংলাদেশটা যাতে গণতন্ত্রের পথে যেতে না পারে সে জন্য দেশি-বিদেশি শত্রুরা, গণতন্ত্রের শত্রুরা; বাংলাদেশের শত্রুরা চক্রান্ত-ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যেন বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরতে না পারে।’’
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ঢাকা/কাওছার/রাজীব