ফাঁকা আসনে প্রার্থী কে? বিএনপির দুপক্ষের সংঘাতে রণক্ষেত্র বোয়ালমারী
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে, ফরিদপুর-১ আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়টি দলটি। আসনটিতে বিএনপির মনোনয়ন পাওয়া নিয়ে দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে জেলার বোয়ালমারী বাজার।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনুর মধ্যে বিরোধ চলে আসছিল। ৭ নভেম্বর উপলক্ষে একই সময়ে পৃথক কর্মসূচির আয়োজন করেন তারা। শুক্রবার বিকেলে দুপক্ষের লোকজন বোয়ালমারী বাজারে জড়ো হন। হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় ৮ থেকে ১০টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়; আগুন ধরিয়ে দেওয়া হয় ১০টি মোটরসাইকেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে আসলে বিক্ষুব্ধদের মুখে পড়ে ফিরে যান। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ‘‘৭ নভেম্বর পালনের জন্য বিএনপির দুই পক্ষ একই সময়ে কর্মসূচি আহ্বান করায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মারামারি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/তামিম/রাজীব