ঢাকা-২০ আসন: আশাবাদ তমিজ উদ্দিনের, হুঁশিয়ারি মুরাদের
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন নিয়ে শুরু হয়েছে তৎপরতা ও প্রতিযোগিতা। মনোনয়ন প্রত্যাশী দুই নেতার বক্তব্যে দেখা দিয়েছে ভিন্ন সুর- একজন আশাবাদ জানাচ্ছেন, অন্যজন দিচ্ছেন হুঁশিয়ারি।
শুক্রবার (৭ নভেম্বর) সিপাহি জনতার বিপ্লব দিবস উপলক্ষে পৃথক দুটি কর্মসূচিতে এ মনোভাব প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন এবং ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সম্প্রতি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখন পর্যন্ত ঘোষিত হয়নি কয়েকটি আসনের মধ্যে অন্যতম এই ঢাকা-২০ আসন। দলীয় সিদ্ধান্ত বিলম্বিত হওয়ায় আসনটিতে মনোনয়ন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া এবং আওয়ামী লীগ আমলে ধামরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত তমিজ উদ্দিন শুক্রবার দুপুরে ধামরাই বাজার ও ঢুলিভিটা এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন।
সেখানে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের দল থেকে যাকে মনোনয়ন দেবে, নিশ্চয়ই গ্রহণযোগ্যদের দেবে। ধামরাইয়ের জনগণের জোয়ার দেখেন, অবস্থান দেখেন। যারা অত্যন্ত কষ্ট করেছেন, জেল খেটেছেন, বাড়িঘর ছেড়ে থেকেছেন- তাদের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ধামরাইতে ঘটবে।”
অন্যদিকে বিকেলে কাওয়ালীপাড়া এলাকায় যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা এই নেতা বলেন, “আমরা শুধু নমিনেশন পাওয়ার জন্য আন্দোলন করিনি। ধামরাইসহ দেশের যেখানেই আন্দোলন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রশ্নে আপসহীন থেকে আমরা অংশ নিয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছি। আমি বিশ্বাস করি, তিনি সেই বিশ্বাসের মূল্য দেবেন।”
ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি আরো বলেন, “এইখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। কোনো ষড়যন্ত্র, কোনো অর্থের বিনিময়ে যদি অন্যায় কিছু করা হয়, ঢাকা–আরিচা রোড অচল হয়ে যাবে। ধামরাই থেকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ধামরাইয়ে শুধু ধানের শীষ থাকবে, কোনো আপস-মীমাংসার রাজনীতি নয়।”
তমিজ উদ্দিন ও ইয়াসিন ফেরদৌস মুরাদ ছাড়াও এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। গত আগস্ট থেকে তারা নিজ নিজ অনুসারীদের নিয়ে আলাদা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই ঢাকা-২০ আসনে এখন পর্যন্ত অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনের মধ্যে বিএনপি পাঁচবার, আওয়ামী লীগও পাঁচবার (এর মধ্যে বিতর্কিত তিনটি নির্বাচনসহ), আর জাতীয় পার্টি দুবার বিজয়ী হয়েছে।
ঢাকা/সাব্বির/এস