ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৯ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:২৪, ৯ নভেম্বর ২০২৫
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের একাংশ

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এদের মধ্যে মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। 

রবিবার (৯ নভেম্বর) সকালে নরসিংদী জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, অপরাধ দমন ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলমের নির্দেশে জেলার সকল থানা ও ইউনিট ইনচার্জদের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত মিলিয়ে মোট ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

এসময় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও অর্ধ কেজি গাঁজা উদ্ধারসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া, একাধিক হত্যা মামলার এক আসামিকে এক রাউন্ড শটগানের গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। 

নরসিংদী জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও সক্রিয় ভূমিকা রাখছে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তাই সবাইকে আহ্বান জানাই ‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

ঢাকা/হৃদয়/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়